রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদিরাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে নিহত রুমি আক্তার (৫৫) ও তার নাতনী জান্নাত (৫)-এর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য গতকাল বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডা. এটিএম রেজাউল করিম বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










