সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে তিন মাসের আটকাদেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯০ দিনের আটকাদেশে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার–১ এ পাঠানো হয়। খবর বিডিনিউজের।
গাজীপুর মহানগর পুলিশের উপ–কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ বলেন, এটা সরকারের নির্বাহী আদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ জারি করে। বিশেষ ক্ষমতা আইনে সরকারের একটা এখতিয়ার আছে। এটা আদালতের বিষয় না, সরকারের এখতিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন কোনো ব্যক্তিকে সমাজের জন্য, দেশের জন্য তার কর্মকাণ্ড খুব বিপজ্জনক, ক্ষতিকর মনে করে, তখন সরকার চাইলে তাকে আটক করতে পারে।
মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসের তুলে নেওয়া হয় বলে তার অনুসারীদের দাবি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, কিংবা ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব ছিলেন এবং নানা কারণে আলোচনায় ছিলেন।











