রাজধানীর মগবাজার মোড়ের কাছে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের গলির সামনের সড়কে ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
ককটেল বিস্ফোরণের ঘটনায় এক তরুণের নিহত হওয়ার তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ–কমিশনার ইবনে মিজান। তিনি বলেন, ‘আমরা জেনেছি ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল ছুড়ে মারা হলে ২০–২২ বছরের এক তরুণের মাথায় গিয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’ নিহত তরুণের নাম সিয়াম। তিনি মগবাজারের একটি ডেকোরেটর দোকানের কর্মী বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। জানা যায়, ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেল নিচে থাকা সিয়ামের মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথা ফেটে ঘিলু বেরিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন মা–বাবা। তাদের দুজনের আর্তনাদে স্তব্ধ হয়ে যায় সেখানকার পরিবেশ। অনেকে চোখ মুছতে থাকেন।
এদিকে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সিআইডি ঘটনাস্থলে চলে আসে। ডিএমপির রমনা বিভাগের উপ–কমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে সাংবাদিকদের জানান, এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।












