অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত চট্টগ্রামের ৩০টি একাডেমি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরু উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে সিজেকেএস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল সাংবাদিকদের এব্যাপারে অবগত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় কাল বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে ৮৩৭ জন খেলোয়াড়কে বাছাইয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা হয়েছে। প্রতি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশনের বিধান রাখা হয়েছে। অংশগ্রহণকারী ৩০টি দলকে লটারির মাধ্যমে ৮ গ্রুপে ভাগ করা হয়। ১ ও ২ নং গ্রুপে ৩টি করে এবং ৩ থেকে ৮ নং গ্রুপে রয়েছে ৪টি করে দল। ১ম পর্বে লিগ ভিত্তিক ৪২টি খেলা শেষে ৮ গ্রুপের ৮ শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। পরবর্তীতে ২টি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলায় জয়ী দল ৩ পয়েন্ট করে পাবে। খেলা ড্র হলে সরাসরি টাইব্রেকারে জয়পরাজয় নির্ধারিত হবে। সেক্ষেত্রে জয়ী দল ২ পয়েন্ট এবং বিজিত দল ১ পয়েন্ট পাবে। পয়েন্ট সমান হলে গোল গড়ের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। তবে টাইব্রেকারে পাওয়া গোল যোগ করা হবে না। এবার অংশ নেয়া দলগুলোকে একটা গ্রেডিংয়ের আওতায় আনা হবে বলে জানানো হয়।

খেলোয়াড়দের মাঠে এবং মাঠের বাইরের যাবতীয় আচরণ নোট করে তাদেরকে এ,বি,সি,ডি এমন গ্রেডে ভাগ করা হবে। এর জন্য একটি কমিটিও গঠন করা হবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ টুর্নামেন্টে স্পন্সর করছে সিডিএফএ নির্বাহী সদস্য জসীম আহমেদের প্রতিষ্ঠান ক্লাইম্ব বিডি লি.। আগামী ১৬ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী একাডেমি দলগুলোর গ্রুপিং:

১নং গ্রুপ: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, আর জি ফুটবল একাডেমি ও মিরশ্বরাই ফুটবল একাডেমি। ২ নং গ্রুপ: আবদুস সোবহান ফুটবল একাডেমি, এ প্লাস ফুটবল একাডেমি ও আনোয়ারা ফুটবল একাডেমি। ৩ নং গ্রুপ: শিকলবাহা স্পোর্টস একাডেমি হবে, চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি, সন্দ্বীপ ফুটবল একাডেমি। ৪ নং গ্রুপ: চট্টগ্রাম ফুটবল ট্রেডিং একাডেমি, শোভনীয়া ফুটবল একাডেমি,নেমা ফুটবল একাডেমি ও ইয়ং ফুটবল একাডেমি। ৫ নং গ্রুপ: আকুবদন্ডি ফুটবল একাডেমি, মোহরা ফুটবল একাডেমি, পাঠানটুলি ফুটবল একাডেমি ও ফরিদ ফুটবল একাডেমি। ৬ নং গ্রুপ: কুয়াইশ পশ্চিম ডলু ফুটবল একাডেমি, হাটহাজারী ফুটবল একাডেমি, কালারপোল ফুটবল একাডেমি ও কুয়াইশ ফুটবল একাডেমি। ৭ নং গ্রুপ: বিহঙ্গ ফুটবল একাডেমি, বড় উঠান ফুটবল একাডেমি, রামপুরা ফুটবল একাডেমি ও পটিয়া ফুটবল একাডেমি। ৮ নং গ্রুপ: রাইজিং স্টার ফুটবল একাডেমি,ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি, ডায়নেমিক ফুটবল একাডেমি ও সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম লেদু ও মোহাং শাহাজাহান। এই সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ সদস্য মাহামুদুর রহমান মাহাবুব, আবু সৈয়দ মাহামুদ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান সহ সংশ্লিষ্ট সিডিএফএ কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী দিনে দুপুর ১টায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিমিরশ্বরাই ফুটবল একাডেমি এবং দুপুর ৩.৩০ টায় আবদুস সোবহান ফুটবল একাডেমিআনোয়ারা ফুটবল একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধফাইনালে আজ মুখোমুখি পানছড়ি ও মাটিরাঙ্গা