কর্ণফুলী থানার বিএফডিসি বার্থে বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম। এ সময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় পরিচালিত অভিযানে এসব জাটকা ও ফিশিং টলার জব্দ করা হয়। কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএফডিসি বার্থে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার আটক করা হয়। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা মেরিন ফিশারিজ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দ ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











