জেলা রোভার মুটে রোভার স্কাউটদের জন্য ক্যারিয়ার কম্পাস প্রোগ্রাম

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

জেলা রোভার মুটে গত সোমবার ক্যারিয়ার কম্পাস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে রোভার স্কাউটদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে আদর্শিক ও পেশাগত দিকনির্দেশনা প্রদান এবং রোভার স্কাউটদের জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন গেস্ট স্পীকারবৃন্দ। ক্যারিয়ার গঠনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর মো. মোজাম্মেল হক। একজন ভালো নেতার গুণাবলী নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি। ক্যারিয়ার গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) মো. সাইমুম রেজা তালুকদার এবং পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইনভেস্টিগেশন অফিসার প্রেসিডেন্ট’স রোভার স্কাউট শাহ মনি জিকো। ক্যারিয়ার গঠনে আইসিটি’র প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন গ্লোবাল মিশন আইটি’র চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯তম রোভার মুটের মুট চিফ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। ডেপুটি মুট চিফ (প্রোগ্রাম) এস এম হাবিব উল্লাহ হিরুর সঞ্চালনায় প্রোগ্রামটি কোঅর্ডিনেট করেন ক্যারিয়ার কম্পাস টার্গেটের ডেপুটি ডিরেক্টর ফারুক আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেড করার প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধকাতারে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবকের মৃত্যু