অবৈধ অস্ত্র উদ্ধার করে গণভোট ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন

মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমির

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামসহ সারা দেশেই তৈরি হয়েছে ভয়, অনিশ্চয়তা এবং গভীর উদ্বেগ। প্রকাশ্য দিবালোকে হাদি নিহত হলেও খুনিচক্র এখনো গ্রেপ্তার হয়নি। সামপ্রতিক সময়ে জুলাই যোদ্ধা খুন হয়েছে মীরসরাইতে, খুলনায়ও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে। চট্টগ্রামে একের পর এক প্রকাশ্য গুলি করে হত্যার ঘটনা ঘটেছে দিনের আলোতে, জনবহুল এলাকায়। চট্টগ্রামসহ সারাদেশে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে গণভোট ও জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে। গতকাল মঙ্গলবার দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মপরিষদ বৈঠকে আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান ও এস এম লুৎফুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, অধ্যাপক মুহাম্মদ নুর, . মাহবুবুল আলম, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল, . আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তে উলামায়ের সঙ্গে চার আসনে সমঝোতা বিএনপির
পরবর্তী নিবন্ধ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান পেয়েছেন তাসনিম জারা