জমিয়তে উলামায়ের সঙ্গে চার আসনে সমঝোতা বিএনপির

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

শতবর্ষী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সমঝোতার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে চারটি আসনে সমঝোতা হয়েছে, সেগুলোতে উলামায়ে ইসলামের প্রার্থী হচ্ছেননীলফামারী১ আসনে দলের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট৫ আসনে দলের সভাপতি উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাক্ষণবাড়িয়া২ আসনে সহসভাপতি জুনায়েদ আল হাবীব। খবর বিডিনিউজের।

বিএনপি দুই দফায় ২৭২ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি ২৮ আসনের মধ্যে মঙ্গলবার চারটিতে সমঝোতা করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। তারা দলীয় প্রতীক ‘খেজুর গাছ’এ ভোট করবেন। এ চারটি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। আমরা তাদেরকে এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করছি যে, তাদের এই উদ্যোগ যেন সফল হয়। জমিয়তে উলামায়ে ইসলাম এ চারটি আসন ছাড়া অন্যগুলোতে কোনো প্রার্থী দেবে না বলে জানান তিনি। ফখরুল বলেন, উনারা (জমিয়তে উলামায়ে ইসলাম) দলের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ মার্কায় নির্বাচন করবেন। আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করেন। জনগণ যারা ভোটার আছেনওই সমস্ত এলাকায় তারা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি আবদুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, আল হাবীব, আবদুল কুদ্দুস কাসেমী, শেখ মজিবুর রহমান, নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, তাফাজ্জুল হক আজিজ, লোকমান মাজহারী।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযান, একজন আটক
পরবর্তী নিবন্ধঅবৈধ অস্ত্র উদ্ধার করে গণভোট ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন