‘শহীদী শপথ’ নিয়ে ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার চাইল ইনকিলাব মঞ্চ

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

ত্রিশ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহীদী শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে এ শপথ পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বিভিন্ন সময়ে হাদির দেওয়া বাণী মঙ্গল ও বুধবার দেয়াললিখন ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচারের আহ্বান জানান জাবের। গত সোমবার ইনকিলাব মঞ্চের তরফে এফবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্নসহ তিন দফা দাবি তুলে ধরা হয়। তিন দফার বিষয়ে জাবের বলেন, আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাযারা পেশাদার এবং নির্ভরযোগ্য, তাদের মাধ্যমে শরীফ ওসমান হাদির খুনের সাথে জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তার করে বিচারকার্য নিশ্চিত করতে হবে। খবর বিডিনিউজের।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বৃহস্পতিবার তারা কোনো কর্মসূচি রাখবেন না। জাবের বলেন, আমরা মনে করছি, জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একাত্মতা পোষণ করবেন। বৃহস্পতিবারের পর ইনকিলাব মঞ্চ লাগাতার কর্মসূচি দেবে বলে জানান সদস্য সচিব জাবের। তিনি বলেন, আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারাদেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযান, একজন আটক