আবুধাবি থেকে ওমরা হজ্ব আদায়ের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে রিয়াদের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় রাফি (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছেন। গত শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড পরান চৌধুরী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইয়ুবের ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গাড়ি চালাচ্ছিলেন নিহতের বাবা আইয়ুব। আবুধাবি থেকে সড়কপথে সৌদি আরবের রিয়াদে প্রবেশের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় রাফি গাড়ি থেকে ছিঁটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় গাড়িতে পরিবারের মোট সাতজন সদস্য ছিলেন।
নিহতের চাচা, লন্ডন প্রবাসী মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন। আহতদের মধ্যে রাফির মা ও দুই বোন বর্তমানে রিয়াদের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তবে আইয়ুব ও অপর এক সন্তান অক্ষত রয়েছেন। দুর্ঘটনায় আহত অন্যান্য সদস্যরা বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, সৌদি আরবের রিয়াদে অবস্থানরত বাংলাদেশিদের কাছে পরিবারের পক্ষ থেকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।










