লোহাগাড়ায় জুলাই শহীদের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, আসামি ১৬ জন

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে (২২) ছুরিকাঘাতে আহতের ঘটনায় ১৪ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে আহত মুহিবুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের পুত্র। মামলায় ৫০৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন, মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ জিহাদ প্রকাশ জিহাব (২৪), সুরাইম কবির তাসিন (২৫), বাহার উদ্দিন (৩৮), মোহাম্মদ জালাল উদ্দিন (৩৩), হামিম হোসেন রবিন (২৮), মোহাম্মদ পারভেজ (৩৪), মাকসুদুর রহমান মাসুক (৩০), ইমাম হোসেন আবিদ (২৬), জিহান (২৫), শেখ ছোটন (৩২), একেএম পারভেজ (৩৫), রিদুওয়ান (২৫) ও মুফিদুল কবির (২০)। জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ আইস পার্কের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মিনহাজের ছুরিকাঘাতে আহত হন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক। ঘটনার পর ছাত্রলীগ নেতা মিনহাজ ও জিহাব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরে তারা বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া মাল পুকুরিয়া এলাকায় এক বসতঘরে অবস্থান করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিনহাজ ও বাহার উদ্দিন নামে দুই জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, শহীদ ইশমামুল হকের বড় ভাইকে মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যদেরও গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুরেশ্বর সংগীত একাডেমির গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকপোত খেলাঘর আসরের সাংস্কৃতিক অনুষ্ঠান