হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল সোমবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে বলেছেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে।’ খবর বিডিনিউজের।এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি এজন্য এফবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে দ্রুত ‘বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবিও জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো ফতেয়াবাদ স্কুলে সহশিক্ষা কার্যক্রম চালু
পরবর্তী নিবন্ধসুরেশ্বর সংগীত একাডেমির গুণীজন সংবর্ধনা