তফসিলের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা–১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সোমবার সকালে ধানমন্ডি থানার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। খবর বিডিনিউজের।
আসিফ মাহমুদ দুপুর সাড়ে ১২টায় ফেসবুক পোস্টে বলেছেন, ‘ঢাকা ১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।’












