উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বিসিআইসি এবং ইউজিএসএফএল কোম্পানি বোর্ডের চেয়ারম্যান মো. ফজলুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় ইউজিএসএফএল কোম্পনি বোর্ডের পরিচালক মো. মনিরুজ্জামান, যুগ্ম সচিব ও পরিচালক (বাণিজ্যিক), বিসিআইসি, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ), বিসিআইসি, পরিচালক রমেন্দ্র নাথ বিশ্বাস, উপসচিব, শিল্প মন্ত্রণালয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর মনোনীত, পরিচালক এআর মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মো. লুৎফর রহমান, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মো. আবদুল হাছিব এবং ইউজিএসএফ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসউজ্জামান ও কোম্পানি বোর্ডের সচিব আবদুল মজিদ, বহিঃ নিরীক্ষক মোহাম্মদ শাহেদ, এফসিএ, এফসিএমএ, কমপ্লায়েন্স অডিটর এরশাদ হোসেন চৌধুরী, এসিএসহ বিসিআইসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।










