কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী জননেতা শাহ জাহান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মঙ্গলবার(২২ ডিসেম্বর)সকালে উখিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতাকর্মীরা জানান, জননেতা শাহ জাহান চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া হবে।












