রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ডিসেম্বর) সকালে কুতুরিয়া পাড়াস্থ একটি পুরাতন সিনেমা হলের সামনে বান্দরবান সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত দুই তিনদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি ধারণা করছেন, বৃদ্ধের পায়ে পচন ধরায় সংক্রমণজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানায়, লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।











