দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাংলানিউজের।
জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদ হাদি গণতন্ত্রের পথেই ছিলেন, তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।
বিএনপিসহ যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।












