একাদশে ফিরে বিবর্ণ সাকিব

আইএল টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

ব্যাটিংয়ের সুযোগ পেলেন না। পরে ভালো করতে পারলেন না বোলিংয়েও। এমআই এমিরেটসের একাদশে ফেরার ম্যাচটি সুখকর হলো না সাকিব আল হাসানের জন্য। তার দল অবশ্য জয় পেয়েছে। আইএল টিটোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ রানে জিতেছে কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন এমিরেটস। আবু ধাবিতে শনিবার ২০ ওভারে এমিরেটস করে ৪ উইকেটে ১৮৭ রান। ত্রিশ ছাড়ান দলটির প্রথম চার ব্যাটসম্যানের সবাইমুহাম্মাদ ওয়াসিম (৩৬ বলে ৩৭), জনি বেয়ারস্টো (১৬ বলে ৩৮), টম ব্যান্টন (২৮ বলে ৩৮) ও নিকোলাস পুরান (২৪ বলে ৪০*)। পাঁচ নম্বরে পোলার্ড করেন ১৬ বলে ২৮। জবাবে দশম ওভারে ১ উইকেটে ৯৬ রানের শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স। চার ম্যাচ পর একাদশে ফিরে ব্যাটিং না পাওয়া সাকিব বল হাতে দুই ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।এবারই প্রথম সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। আসরে এর আগে কেবল একটি ম্যাচই খেলার সুযোগ পান তিনি। শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে ১২ বলে ১৬ রান করার পর তুলে নেওয়া হয় তাকে। সুদীর্ঘ ক্যারিয়ারে সেদিনই প্রথম রিটায়ার্ড আউটের অভিজ্ঞতা হয় বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের। নাইট রাইডার্সের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বল হাতে পান সাকিব। প্রথম বলেই তাকে স্লগ সুইপে ছক্কা মারেন ব্র্যান্ডন ম্যাকমুলান। তবে বাকি পাঁচ বলে আর ৩ রানের বেশি দেননি অভিজ্ঞ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। আবার তিনি বোলিং পান পাওয়ার প্লের শেষ ওভারে। এবার তার প্রথম চার বলে আসে ৪ রান। পঞ্চম বল লং অন দিয়ে ছক্কায় ওড়ান ম্যাকমুলান। এই ওভারে আসে মোট ১১ রান। পরে আর বোলিং পাননি তিনি। চার ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে এমিরেটসের সফলতম বোলার জহুর খান। আসরে সাত ম্যাচে এমিরেটসের চতুর্থ জয় এটি।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে রাঙ্গুনিয়া ও মাটিরাঙ্গা কলেজ
পরবর্তী নিবন্ধতাসকিনের শারজাহকে হারিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজের দুবাই