পটিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় প্রত্যাশী সফল প্রকল্প এবং সিমস (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষ হয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ স্লোগানে প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সহকরী তথ্য কর্মকর্তা মো. রহমতুল্লাহ চৌধুরী, উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাস, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম।

প্রধান অতিথি বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত শ্রম ও ঘামের বিনিময়ে এদেশের অর্থনীতির চাকা সচল থাকে।

তিনি বলেন, অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদেশ যাত্রা কোনভাবেই উচিত নয়, এতে অর্থ ও জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়া কমিটির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধশিক্ষিকা বকুল গুপ্তা