বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

ফিফা বিশ্বকাপ২০২৬ এর মূল ট্রফি দেখার এবং ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা। এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশেযুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আগামী ১১ জুন আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। বৈশ্বিক ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফার সদস্য দেশে, মোট ৭৫টি স্থানে। প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা’ এর অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ট্রফিটি ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকাকোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকেট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে। এই ক্যাম্পেইনে অংশ নিতে ভক্তদের এক লিটার কোকাকোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে, যা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকেট জিতবেন। এই অফার শুরু হয়েছে গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে, চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকেট জেতার সুযোগ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনষ্টিটিউট এন্ড হসপিটালের বার্ষিক ক্রীড়া