কর্পোরেট ফুটসাল কার্নিভাল সম্পন্ন

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

ফিউচারিস্টিক বিডি প্রেজেন্স কর্পোরেট ফুটসাল কার্নিভাল সম্পন্ন হয়েছে। গত ১৬ ডিসেম্বর সিকো অ্যারেনায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির চূড়ান্ত পর্ব। চট্টগ্রামে প্রথমবারের মতো ২৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বড় পরিসরে এই কর্পোরেট ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ডেকাথন বিডি ১০ গোলে কেএসআরএম দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট ও ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ডেকাথন বিডির সামিন ফারহান। ফেয়ার প্লে পুরস্কার পায় কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুদমিলা মোর্তজা। এ সময় উপস্থিত ছিলেন ফিউচারিস্টিক বিডির প্রধান উপদেষ্টা সজল কান্তি বণিক, চেয়ারম্যান শুভঙ্কর শীল এফসিএ, নির্বাহী পরিচালক শ্রীমান্তিকা ধর এবং প্রথম আলোর রিজিওনাল অ্যাডভারটাইজমেন্ট ম্যানেজার সেলিম রেজা। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং সেরা খেলোয়াড়সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই রাইফেল ক্লাবের বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চরলক্ষ্যা ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন