আমি মুখোশের ভিড়ে মানুষ খুঁজি
কাঁটার মাঝে ফুল।
আমি ছলনার আড়ালে ভালোবাসা খুঁজি
ভুলে যেতে চাই যতো ভুল।
আমি হতাশার মাঝে আশার আলোর
দীপ জ্বালাই ভালোবেসে।
বঞ্চনার আঘাতে চুরমার আমি
তবু ‘ভালো আছি’ বলি হেসে।
আমি শত্রুকে বুকে টানি আদরে,
চোখে জল নিয়ে আমি হাসি।
আঘাতে যে ভেঙেছে এ বুক আমার
তাকে বলি ‘ভালোবাসি’।
আমি স্বপ্ন দেখি দু–চোখ মেলে
স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে বুকে।
জীবন আমার যেনো দুঃখের নদী
তবু হেসে বলি… ‘আছি সুখে’!
বিশ্বাস আমার ভাঙে বারবার
তবু বিশ্বাস করি, ভালোবাসি।
কায়ার ছলনায়, মায়ার মোহে
ঠকে যাই, তবু কাছে আসি।
বুকে আঘাত হেনে যে গিয়েছে চলে
তার শুভকামনা করি রোজ।
তার স্মৃতিতে বাসর সাজাই
জানি, সে নেবে না কখনো খোঁজ।
ভালোবাসা মানে পাওয়া নয় শুধু
হারিয়ে ফেলেও যায় পাওয়া।
হৃদয় জুড়ে শুধু ভালোবাসা থাকুক
ঘুচে যাক অন্য চাওয়া।





