চিটাগাং সংবাদপত্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ১৬ ফেব্রুয়ারি

| মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের গত ২২ নভেম্বর ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সমিতির কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশেষ সাধারণ সভার মাধ্যমে অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে ব্যবস্থাপনা কমিটি ১টি সভাপতি পদ, ১টি সহসভাপতি পদ, ১টি সম্পাদক পদ ও ৩টি ব্যবস্থাপনা কমিটির সদস্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় সকল সদস্যকে অংশগ্রহণ করে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহজাদা সুলতানুল আরেফীনের বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ