চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের গত ২২ নভেম্বর ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সমিতির কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশেষ সাধারণ সভার মাধ্যমে অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে ব্যবস্থাপনা কমিটি ১টি সভাপতি পদ, ১টি সহ–সভাপতি পদ, ১টি সম্পাদক পদ ও ৩টি ব্যবস্থাপনা কমিটির সদস্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় সকল সদস্যকে অংশগ্রহণ করে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












