ডান থেকে বামে

রিজোয়ান মাহমুদ | মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

তোমার নৈঃশব্দ্যে

আমি খুশি হই

সবটা গভীর ঘুমে তলিয়ে যাওয়া,

স্পন্দিত তোমার বুকে ভাঙে

নিখোঁজ নৈঃশব্দ্য, তুমি টেরই পাওনা

স্বর শোনার অভ্যাস

অন্তত একটা শব্দ হবে ভেবে, কান খাঁড়া

আমি মশহুর তোমাকে জড়িয়ে

শুয়ে থাকি যেন আমি রুমি, পাশে

শামস্‌ তাব্রেজী

আমি ঘুমাতে পারি না

পারস্য কিছুটা আমার চৈতন্য

সুফি, তোমার নৈঃশব্দ্য

ফুলের বাগান হয়ে আমার চৌদিকে ঘুরে

অঝোর বর্ষণে জল ডাকলে আমার বুকে

ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনি

সুফিনিকে ডান থেকে বামে নিপুণ গড়িয়ে দিই।

পূর্ববর্তী নিবন্ধপদচিহ্ন
পরবর্তী নিবন্ধবিজয়ের দীপ্ত দিনে স্বাধীনতার নতুন উচ্চারণ