মহালছড়িতেতে সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম এলাকার মানুষের মাঝে স্বাস্থ্য সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার মহালছড়ি জোন আওতাধীন গোয়ামাহাট পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২শ৪৭ কে চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় স্ক্যাবিস, ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।

এসময় সেনাবাহিনীর ৫ফিল্ড এম্বুলেন্সের মেডিসিন স্পেশালিস্ট মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও সেনাবাহিনীর মহালছড়ি জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বায়েজীদ চিকিৎসা সেবা দেন। শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। সেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দরা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু