বাঁশখালীতে স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জাপানি সংগঠন

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

জাপান ভিত্তিক মানবিক সংগঠন রিসসো কোসেইকাই বাংলাদেশ এর উদ্যোগে বাঁশখালীর পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বাঁশখালীর পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কান্তি দত্তের সভাপতিত্বে গত শনিবার সকালে শিক্ষা সামগ্রী বিতরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, রিসসো কোসেইকাই ইন্টারন্যাশানাল প্রধান রেভারেন্ট মায়েদা তাকাসি, রিসসো কোসেইকাই বাংলাদেশের প্রাক্তন ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট মরি মাসানোবু, রিসসো কোসেইকাই বাংলাদেশের নবাগত ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট আকাগাওয়া কেইইচি, বোর্ড চেয়ারম্যান অশোক বড়ুয়া।রিসসো কোসেইকাই বাংলাদেশের সহকারী ব্র্যাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিসসো কোসেইকাই বাংলাদেশের বাঁশখালীর প্রধান (সুনীম) সাংবাদিক কল্যাণ বড়ুয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিসসো কোসেইকাই বাংলাদেশের এনজিও বোর্ড অফ ডিরেক্টর বক্তিম বড়ুয়া, সংগঠনের সহকারী ব্রাঞ্চ প্রধান ও জেনারেল ম্যানেজার কল্লোল বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ প্রধান ও শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়ুয়া, কক্সবাজার জেলার প্রধান আহ্বায়ক সৌমেন বড়ুয়া, দক্ষিণ এশিয়ার কর্মকর্তা প্রতীক বড়ুয়া ও কানন বড়ুয়া, মেন্স লিড়ার মিল্টন বড়ুয়া, সহকারী মেন্স লিড়ার নীলরতন বড়ুয়া, ইয়ুথ লিড়ার সৌরভ বড়ুয়া, সদস্য সুদীপ্ত বড়ুয়া, হিসাব রক্ষক ডিপলু বড়ুয়া, অফিস সহায়ক বিধান বড়ুয়া, সমাজসেবক ফনিন্দ্র লাল বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠানে বাঁশখালীর পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, ফোল্ডার) বিতরণ করা হয়।এ সময় বক্তারা বলেন, রিসসো কোসেইকাই বাংলাদেশসহ সারাবিশ্বে যে মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার।

বিগত দিনে রিসসো কোসেইকাই বাংলাদেশে দুর্যোগ কবলিত জনগণকে খাদ্য সামগ্রী, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে সাধারণ জনগণের সহযোগিতায় পাশে ছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দবাড়ি দরবারে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধবিএসটিআই ভবনে শিপ রিসাইক্লিং বোর্ডের অফিস উদ্বোধন