মসজিদ আল-হারামে আর ‘হারাবে না’ শিশুরা

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে বড় মসজিদ মক্কার মসজিদ আলহারাম (গ্র্যান্ড মসজিদ) ও মসজিদে নববী সফরকারীদের সঙ্গে থাকা শিশু হারিয়ে বা হাতছাড়া হয়ে গেলেও এখন পাওয়া যাবে সহজেই। খবর বিডিনিউজের।

গালফ নিউজ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ শিশুদের হাতে পরিচয় শনাক্ত করার ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। নতুন এ উদ্যোগের ফলে অভিভাবকদের দুঃশ্চিন্তা লাঘব হচ্ছে। বিশেষ করে উমরাহ ও হজের সময়ে প্রচণ্ড ভিড়ে এটি ব্যাপক কাজে আসবে।

ব্রেসলেটে অভিভাবকদের বিস্তারিত তথ্য থাকছে। ফলে কোনো শিশু হাত ফসকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কর্তৃপক্ষ তাকে খুঁজে সহজেই বাবামায়ের কাছে পৌঁছে দিতে পারবে। সৌদি আরব সফরকারীরা বাদশা আব্দুল আজিজ গেইট ও বাদশা ফাহাদ গেইটে (গেইট নম্বর ৭৯) এসব ব্রেসলেট পাবেন। সেখানে সৌদি কর্মকর্তারা ব্রেসলেটে অভিভাবকদের তথ্য যুক্ত করে দেবেন। উমরা ও হজের সময়ে প্রচণ্ড ভিড় হয় মসজিদ আলহারাম ও মসজিদে নববীতে। সেসময় শিশুদের নিয়ে সফর করা অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েন। অনেক সময় হাত ফসকে শিশুরা হারিয়ে যায়। ফলে শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এ সুবিধা নিতে তারা অভিভাবকদেরও উৎসাহ দিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধসিবিইউএফটিতে সুইং মেশিন টেকনোলজি বিষয়ক সেমিনার