বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন আশিক চৌধুরী

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে সবচেয়ে বেশি পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তাতে অংশ নেবেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ছবি আঁকা হেলমেট পরে। গতকাল রোববার দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পেইজে এক বার্তায় এ খবর জানানো হয়। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীর ছবিও প্রকাশ করা হয় সেখানে। খবর বিডিনিউজের।

ওই বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই। বিজয় দিবসের দিন অন্যান্য আয়োজনের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং করবেন। প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে, এটিই হবে বিশ্বে ‘সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং’, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে।

পূর্ববর্তী নিবন্ধখুব ভালো করে জানি, সেদিন বুদ্ধিজীবীদের কারা তুলে নিয়েছিল : ফখরুল
পরবর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন