চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে এক যুবক মারা গেছেন। তার নাম জাহাঙ্গীর আলম (৫৫)। হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে গত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, জাহাঙ্গীর আলমের এক স্বজন চমেক হাসপাতালের ছয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে গিয়ে সেখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর হাটহাজারীর উত্তর মাদার্শার বাসিন্দা।












