সিজেকেএস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। রানার্স আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইনালে ম্যান অব দা ম্যাচ জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের পারভেজ, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সামি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের খেলোয়াড় সৈকত মনোনীত হয়েছেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী।

সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য এবং সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আরিফ মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং সিজেকেএস হকি কমিটির সম্পাদক মহসিনুল হক চৌধুরী ও সদস্য মো. মুশফিকুর রহমান আরমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস হকি উপ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসাইন, যুগ্ম সম্পাদক হাসান তৌফিক ইমাম ও রেজওয়ানুল হক মামুন, সদস্য আনিসুর রশিদ, শাহ আলম রাহুল, অন্বেষ চৌধুরী, সৈকত দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক রাশেদ বিন আমিন ও মো. শোয়াইব, সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। সিজেকেএস হকি কমিটির পক্ষ হতে প্রয়াত প্রাক্তন হকি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। যাদের সম্মাননা দেয়া হয় তারা হলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক হকি খেলোয়াড় নাছির উদ্দিন, নাসিরউদ্দিন চৌধুরী, আবদুল মান্নান, ক্রীড়া সাংবাদিক তমাল চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধনিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিটি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের