বধির শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ৩ দিনের বধির শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব গত ১২ ডিসেম্বর সিকো এরিনা মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে সাইফুর রহমান বধির ক্রিকেট টিম ৭৩ রানে এন.এইচ. আহমেদ (টিটু) বধির ক্রিকেট টিমকে পরাজিত করে। ১৫ ওভারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাইফুর রহমান বধির ক্রিকেট টিম ৪ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে। জবাবে টিম এন.এইচ আহম্মদ (টিটু) বধির ক্রিকেট টিম ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সক্ষম হয়। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মো. আব্দুল্লাহ চৌধুরী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মো. আব্দুল্লাহ। ফাইনাল ম্যাচে বিজয়ী সাইফুর রহমান বধির ক্রিকেট টিমের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহাম্মদ আশরাফুল আমিন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ক্রীড়ানুরাগী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, সিকো গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.এম.এম সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান,রনি, অপুসহ বাক শ্রবণ প্রতিবন্ধী নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আরিফ। চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আলম ফরিদ, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই ২০ডিসেম্বর শুরু
পরবর্তী নিবন্ধমেসির কলকাতা সফরে তুলকালাম