স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল শনিবার চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন ও হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট, কনসালটেশন সেকশন, প্যাথলজি ল্যাব ও সদ্য নির্মিত মডুলার অপারেশন থিয়েটার কমপ্লেক্স ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান তাঁকে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
উপদেষ্টা কিডনি রোগীদের চিকিৎসা সেবায় ফাউন্ডেশনের অবদানকে সাধুবাদ জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আনুষ্ঠানিক সংবর্ধনা গ্রহণ না করে হাসপাতাল পরিদর্শন সম্পন্ন করেন।পরিদর্শন শেষে তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।












