নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী ব্যানার–পোস্টার অপসারণের নির্দেশ রয়েছে। সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম নিজেই মাঠে নেমে ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার দুপুরে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় নিজের নির্বাচনী ব্যানার স্ব–উদ্যোগে সরিয়ে ফেলেন তিনি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। ডাঃ রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাইলে নির্দেশনা মানা আমাদের দায়িত্ব। তাই আমি নিজেই আমার ব্যানার সরানোর কাজ শুরু করেছি।” তিনি রাঙ্গুনিয়ার সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই ব্যানারুপোস্টার অপসারণের আহ্বান জানিয়ে বলেন, “নির্দেশনা মেনে চললে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ হবে।”










