এপেক্স বাংলাদেশ জেলা ৩ এর ৪৫ তম কনভেনশন গত শুক্রবার ফয়েজ লেক সী ওয়ার্ল্ড অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এপে. মো. আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন এপেক্স জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, সহ–সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান এস এম হাসান আলী, ড. এ এস এম শওকতুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন রিজোয়ান শাহিদী, রুহুল মঈন চৌধুরী, সুপঙ্কর বড়ুয়া, মোহাম্মদ আদনান হোসেন অনি, মোহাম্মদ সুমন হোসেন তালুকদার, বশির আহমেদ সূফি মনি,নুরুল আমিন চৌধুরী আরমান, এস কে দত্ত অনুপ, কামাল পাশা, মাসুদুর রহমান, জিয়াউল হক জিয়া, মো. আলমগীর আলম, মো. কায়সার উল আলম, মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, হাবিবুর রহমান, প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, মো. আবছার উদ্দিন, তৈয়ব আলী, রুবেল হোসেন নীল, মহিউদ্দিন চৌধুরী জিকু, ইঞ্জিনিয়ার মো. মহসিন, আদনান জাফরান, মো.তুষার, সালাউদ্দিন লাভলু, উত্তম কুমার দাশ, রন্িজত বড়ুয়া, মোহাম্মদ মোজাম্মেল হক, নিনী প্রু, শহীদুল ইসলাম, হামিদুল ইসলাম মোরশেদ,সালাউদ্দিন,মহব্বত, সাইদুল ইসলাম, জসীম উদ্দিন, এস এম আবু হেনা,শফিকুল আলম বশর,আবদুর রহিম,আবদুল্লাহ ফারুক রবি, ইব্রাহিম তালুকদার প্রমুখ। কনভেনশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. লিয়াকত আলী। বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক সেবা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এপেক্সের অবদান সমাজকে আলোকিত করছে। প্রেস বিজ্ঞপ্তি।












