নগরীর কোরবানীগঞ্জ বলুয়ারদীঘির পাড়স্থ শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বর্তী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে বার্ষিক মহোৎসবের প্রস্তুতি সভা গত ১১ ডিসেম্বর অভয়মিত্র মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আশুতোষ দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় সভায় অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপী বার্ষিক মহোৎসব উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালা আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা বার্ষিক মহোৎসবে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












