ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে কেন্দ্র করে পরিচালিত আল–হামিম ইনস্টিটিউট তাদের ইয়ার–এন্ড সেলিব্রেশন ২০২৫ সম্পন্ন করেছে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দিনটি আনন্দ ও উদ্দীপনায় পরিপূর্ণ হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর শিক্ষার্থীদের বৈচিত্র্যময় পরিবেশনা সকলকে মুগ্ধ করে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আরিফুল ইসলাম বলেন, কোনো শিশুকে কখনোই মেধাহীন মনে করবেন না। প্রতিটি শিশুর মধ্যেই আল্লাহপ্রদত্ত প্রতিভা আছে। আমরা যদি তাদের দিকে সহযোগিতার হাত বাড়াই, তারা নিজেদের সেরাটা তুলে ধরতে সক্ষম হবে। তিনি আরও যোগ করেন, “আল–হামিম ইনস্টিটিউট শুধুমাত্র পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, চারিত্রিক গঠন, ভাষা–দক্ষতা এবং আধুনিক দক্ষতা উন্নয়নে কাজ করছে।” ইয়ার–এন্ড সেলিব্রেশনের মাধ্যমে শিক্ষাবর্ষের বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়। শিক্ষকরা জানান, পুরো বছরজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি, ভদ্রতা এবং অধ্যবসায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এ ধরনের ইতিবাচক ও শিক্ষামূলক উদ্যোগের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।










