৭১ আমায় দিয়েছে একটি ভূমি,
মানচিত্রে আঁকা লাল সবুজের পতাকা,
দিয়েছে স্বাধিকার, স্বপ্নের আলপনা আঁকা ঠিকানা।
স্বাধীনতা আমার চৈতন্য শীষ দেয়া মুক্ত বিহঙ্গের ডানা,
সুদূরে উড়ে যেতে নেই মানা।
স্বাধীনতা আমায় দিয়েছে শ্যামল মাটির
সোঁদা গন্ধে বিগলিত হওয়ার মন্ত্রণা।
শত শহীদের আত্মদানের মহীমায় উজ্জ্বীবিত হওয়ার বাসনা,
সাহসের সিঁড়ি বেয়ে সামনে যাওয়ার প্রত্যয়ে
যেন সইতে পারি সহস্র যন্ত্রণা।
স্বাধীনতা আমার রাতের আকাশে নক্ষত্রের জৌলুস,
সুরেলা বীণার ঝংকার, মধুর বন্দনা, রাখালীয়া বাশঁরীর
সুমধুর সুর, বাউলের একতারা,
আমার দেশের শিল্পের শত ব্যঞ্জনা।












