প্রার্থীদের ওপর সশস্ত্র হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মীর হেলাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার মধ্য দিয়ে দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয় প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব হলো সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল, আছে এবং প্রয়োজনে আরও শক্ত অবস্থান নেবে।

তিনি গতকাল শনিবার নগরের নূর আহমদ সড়কে এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সশস্ত্র হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর নূর আহাম্মেদ সড়ক, লাভলেইন, চেরাগী মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয়, বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।

নাজিমুর রহমান বলেন, এই হামলাগুলো কোন পরিস্থিতিতে ও কোন সময়ে ঘটেছে, সেটাই এর রাজনৈতিক গুরুত্ব স্পষ্ট করে। নির্বাচনী প্রচারণার মধ্যেই মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর ওপর হামলা এবং তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর সশস্ত্র আক্রমণ, এসবকে কোনোভাবেই সাধারণ অপরাধ বলা যায় না। এসব ঘটনা স্পষ্টভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিত ও সংগঠিত ষড়যন্ত্রেরই অংশ। সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, সদস্য জয়নাল আবেদীন জিয়া, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফ, বিভাগীয় শ্রমিক দলের নেতা শেখ নুরুল্লা বাহার ও জামাল, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মোশারফ হোসেন দিপ্তী, শরিফুল ইসলাম তুহিন, সেলিম হাফেজ।

পূর্ববর্তী নিবন্ধখেলছিল শিশুটি, ভবন থেকে পড়ে ইটের আঘাতে মৃত্যু
পরবর্তী নিবন্ধসোনাদিয়ায় গড়ে ওঠা অবৈধ রিসোর্ট সরানোর নির্দেশ