ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ট্রেনে চট্টগ্রাম আসে দুই নারী

৩ হাজার ৯শ পিস ইয়াবাসহ স্টেশনে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন মাগুরা জেলার মাগুরা সদর থানা এলাকার সীমা বিশ্বাস ও রূপালী খাতুন। কঙবাজার থেকে ট্রেনযোগে একটি চক্র মাদক নিয়ে চট্টগ্রাম আসছেএমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৭ নং প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দুটি ব্যাগের ভেতর থেকে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্‌ফর হোসেন আজাদীকে বলেন, গ্রেপ্তারের পর ২ মাদক কারবারিকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুষ্ক মৌসুমের আগেই কমছে কাপ্তাই হ্রদের পানি, সঙ্কটে বিদ্যুৎ উৎপাদন
পরবর্তী নিবন্ধশিকড় বাড়বে পাথরে, লাগবে না মাটি