চন্দনাইশে দুই দফা সন্ত্রাসী হামলায় ৪ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রওশনহাট বাজার ও রাত সাড়ে ৮টার দিকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক বলেন, গতকাল সন্ধ্যায় মো. মাসুদ (৩৫) নামে এক বিএনপি কর্মীকে প্রথমে রওশনহাট বাজারে মারধর করে সন্ত্রাসীরা। তাকে নিয়ে কয়েকজন নেতাকর্মী চিকিৎসার জন্য চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হঠাৎ করে তাদের প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী হাসপাতালে তাদের ওপর আবারো হামলা চালায়।
তিনি বলেন, তাদের এলোপাতাড়ি মারধরে কাঞ্চনাবাদের রুস্তম আলী (৩২), মো. মাসুদ (৩৫), শহিদুর রহমান (৩৮), সুমন (৩০) গুরুতর আহত হয়। এ সময় জয়ন্ত দে (৩০) নামে এক প্রত্যক্ষদর্শীও আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় রুস্তম আলীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত শহিদুর রহমান বলেন, মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং মাটি কাটার এস্কেভেটর জব্দ করা হচ্ছে। প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে আমরা সহযোগিতা করেছি বলে অভিযোগ তুলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ কয়েকজন আহত হলে রাত ৮টার দিকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা নিতে যাই। এ সময় চিকিৎসকের রুমেই দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মোবাইল কোর্টের অভিযান এবং অনলাইনে জুয়া খেলা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনতে পাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।












