বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর শাখার মতবিনিময় সভায় বক্তারা বলেছেন– বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। তথাপি এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা পশ্চাৎমুখী। শিক্ষাক্ষেত্রে মাদরাসা শিক্ষার ভূমিকা সাধারণ শিক্ষা ব্যবস্থার চেয়ে পিছিয়ে না থাকলেও মাদরাসা শিক্ষা অনেকটা গুরুত্বহীন। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হতে চললেও মাদরাসা শিক্ষা বৈষম্যের শিকার। স্খলনমুক্ত, নৈতিকতাসমৃদ্ধ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সুস্থ প্রজন্ম গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। তাই মাদরাসা শিক্ষার আধুনিকায়ন এবং অধিকতর যুগোপযোগী করে গড়ে তুলতে সম্মিলিত প্রয়াস বাস্তবায়ন খুবই জরুরি। সকল স্তরের মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার জন্য সরকারের নিকট দাবি জানান। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ মহানগরের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবদুল আলীম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা একরামুল হক, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানি। নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড মহিউল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












