ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম বলেছেন, আইবিডব্লিউএফ শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন মুখী ব্যবসায় ধাবিত করে সৎ ব্যবসায়ী তৈরি করবে, যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে আমদানিমুখী ব্যবসা থেকে মুক্তি পেতে উৎপাদনমুখী ব্যবসার বিকল্প নাই। তিনি বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় আইবিডব্লিউএফ দক্ষিণ জেলা ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিশেষ অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ চট্টগ্রাম জোনের সহ–সভাপতি শিল্পপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন ও সদস্য আজিজুল হক। সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়ার সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এ সংগঠন ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে ব্যবসা সমপ্রসারণ, উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকরী ভূমিকার পাশাপাশি যুবকদের অল্প পুঁজিতে ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করছে। সংগঠনের দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দক্ষিণ জেলার সহ–সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, ফরিদ উদ্দিন, দিদারুল আলম, আলী নেওয়াজ চৌধুরী ইরান, এস এম কামরুজ্জামান, মো. মহিউদ্দিন, মুহাম্মদ ইমরান, কাজী জসীম উদ্দীন, মো. জুনায়েদ, আজগর আলী, মো. হাসান, নুরুল ইসলাম রাজা, ইয়াসিন মোসাদ্দেক চৌধুরী, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ, শেখ কামাল, মুহাম্মদ ইলিয়াস ও নওরিন ওসমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












