ফুলকির উদ্যোগে আজ ক্ষুদেদের ম্যারাথন

অংশ নিচ্ছে পাঁচ শতাধিক শিশু-কিশোর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ফুলকির ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ (শুক্রবার) ভোর সোয়া ৬টায় চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি সংলগ্ন পাহাড় ও সড়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্ষুদেদের ম্যারাথন’। বয়স অনুযায়ী ৫ কিমি, ২ কিমি ও ১ কিমি দূরত্বে দৌঁড়াবে পাঁচ শতাধিক শিশুকিশোর। মাসব্যাপি নিবন্ধন কার্যক্রমে অংশ নিয়ে ক্ষুদে দৌঁড়বিদরা এতে নিবন্ধন করে। ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের ভিন্নভিন্ন বয়সী শিশুকিশোরেরা এতে যুক্ত হয়েছে। শুধুমাত্র শিশুকিশোরদের জন্য এ ধরনের আয়োজন চট্টগ্রামে সম্ভবত এই প্রথম বলেও উদ্যোক্তারা উল্লেখ করেন। ‘শিশুবান্ধব পৃথিবী হোক সবার…’ শিরোনামে আয়োজিত ম্যারাথনে শিশুদের প্রেরণা যোগাতে চট্টগ্রামের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী উপস্থিত থাকবেন। ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন শিশুবান্ধব সকলের প্রতি বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নিয়ে শিশুদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শুরু হওয়া ফুলকি ইতোমধ্যে ৫০ বছর পার করেছে। সুবর্ণজয়ন্তীবর্ষ হিসেবে পুরো বছর বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া এবং খালেদা জিয়ার সরকারই নারীদের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল
পরবর্তী নিবন্ধশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা কথায় না কাজে বিশ্বাসী