চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মুহাম্মদ কাদের এবং দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গত মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন পলাশ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমোদিত কমিটিতে মো. আলী হায়দার চৌধুরীকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা এম. শফিউল আজম চৌধুরী (লিটন)কে সদস্য সচিব করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক প্যানেল কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।












