যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।ক্যারিবীয় অঞ্চলে সেনা, যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান জড়ো করে একের পর এক তথাকথিত মাদকবাহী নৌকায় হামলা চালানো ওয়াশিংটন যে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে এ ঘটনাকে তার লক্ষণ মনে করা হচ্ছে। আমরা কেবলই ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি।
বেশ বড় ট্যাংকার, খুবই বড়, সত্যিকার অর্থে এটি এখন পর্যন্ত জব্দ হওয়া সবচেয়ে বড়, ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। ট্যাংকার জব্দের ভিডিও প্রকাশ করতে গিয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি নৌযানটির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, অপরিশোধিত তেলের এই ট্যাংকারটি ভেনেজুয়েলা ও ইরানে নিষেধাজ্ঞা থাকা তেল পরিবহনে ব্যবহৃত হতো।












