ট্রেলারে আলোচনায় ‘স্কুল গ্যাং সিজন ৩’

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

দেশের ওয়েব কনটেন্টের ভক্তদের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় সিরিজ ‘স্কুল গ্যাং’এর তৃতীয় সিজন। ইউটিউবে ট্রেলার প্রকাশের পর থেকে এটি যেন মুহূর্তেই ট্রেন্ডে চলে এসেছে। খবর বাংলানিউজের।

কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেলারটি সামাজিকমাধ্যমে তৈরি করেছে তুমুল সাড়া। দর্শকদের মতে, এবারের সিজনটি আগের দুই সিজনের তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত। সেই আভাস স্পষ্ট ট্রেলারেই। প্র্যাংক কিং টিমের সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান, রাজসহ পরিচিত মুখের পাশাপাশি ‘স্কুল গ্যাং’এর তৃতীয় সিজন এবার যুক্ত হয়েছেন বেশ কিছু প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছে ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শহীদুজ্জামান সেলিম, মান্নাত মুন্না, প্রত্যয় হিরোন। তাদের উপস্থিতি পুরো ট্রেলারকে করেছে আরও শক্তিশালী এবং সিনেম্যাটিক।

নির্মাতা আর্থিক সজীব বলেন, এই সিজনে নতুনত্বই ছিল আমাদের প্রধান লক্ষ্য। গল্প নির্মাণ, লোকেশন নির্বাচন থেকে শুরু করে প্রতিটি দৃশ্যসবকিছুতেই আমরা পরিবর্তন আনার চেষ্টা করেছি। দর্শকরা এমন কিছু দেখতে পাবেন, যা স্কুল গ্যাংএর আগের সিজনগুলোতেও ছিল না। সিরিজটি প্রকাশের আগেই যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তাতে আশা করা হচ্ছেপ্রকাশের দিন ‘স্কুল গ্যাং সিজন ৩’ আরও বড় চমক নিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধআপেল হাতে রহস্যময় ক্যাপশনে হাজির জয়া
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৫০ কোটি টাকা