পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সাবেক প্রধান ফয়েজ হামিদকে রাজনীতিতে হস্তক্ষেপসহ চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। খবর বিডিনিউজের।
হামিদ গত বছরের অগাস্ট থেকে কাস্টডিতে ছিলেন এবং তার বিচার চলছিল। তিনি ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান ছিলেন,তখনকার প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দি ইমরান খানের আমলে। ইমরান এবং হামিদকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই দেখা হত। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, চারটি অভিযোগে হামিদের বিচার করা হয়েছে।












