সিজেকেএস হকি টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস হকি টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। সকাল ৯.৩০টায় জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ বনাম চট্টগ্রাম মহানগর হকি ক্লাব প্রথম সেমিফাইনালে অবতীর্ণ হবে। বিকাল ২.১৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দ্বিতীয় সেমিফাইনালে অবতীর্ণ হবে। এদিকে গতকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ খেলায় জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ ১০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে। ম্যাচের ১১ মিনিটে প্রাপ্ত পিসি থেকে বেলাল সরাসরি হিটে বিজয়সূচক গোলটি করেন। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় মুহাম্মদ বেলালকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতী হকি খেলোয়াড় ও সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক হাসান তৌফিক ইমাম।

পূর্ববর্তী নিবন্ধনিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সানরাইজ একাডেমি
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছে যুব বিশ্বকাপ হকিতে চ্যালেঞ্জার কাপ জয়ী বাংলাদেশ দল