বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ২ দিনব্যাপী সিজেকেএস ১ম ক্লাব কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী চট্টগ্রামের কারাতে ক্লাব সমূহকে আগামী ১১ ডিসেম্বর হতে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫ টার মধ্যে ২,০০০ টাকা এন্ট্রি ফি সহ নির্ধারিত এন্ট্রি ফর্ম, খেলোয়াড় তালিকা ও খেলার নিয়মাবলী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় হতে সংগ্রহ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জমা প্রদানের জন্য বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ সিজেকেএস কারাতে কমিটির সদস্য ও কারাতে কোচ এস এম আরিফ চৌধুরী ০১৮১২–৮১০৩৭৮। প্রেস বিজ্ঞপ্তি।












