দৃষ্টির বিশেষ বিতর্ক অনুষ্ঠান

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানুষের অধিকার, নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক আলোচনার যে ধারা প্রবাহিত হচ্ছে, তারই প্রেক্ষাপটে চট্টগ্রামে ইপসা ও দৃষ্টির উদ্যোগে গত ১০ ডিসেম্বর আয়োজন করা হয় বিশেষ বিতর্ক অনুষ্ঠানের। নগরীর জিয়া স্মৃতি মেমোরিয়াল হলে বিশেষ বিতর্ক অনুষ্ঠিত হয়। ছায়া জাতিসংঘ সাধারণ অধিবেশনের আদলে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় চট্টগ্রামের সবকটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১২ জন বিতার্কিক ১২টি দেশের প্রতিনিধি হিসেবে তাদের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্যে দিয়ে বিতর্ক উপহার দিয়েছে। ছায়া সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন সাদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী। এই অধিবেশনে মহাসচিবের দায়িত্ব পালন করেন দৃষ্টির সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, উপ মহাসচিব দৃষ্টির দপ্তর সম্পাদক তানভীর আল জাবের ও সহকারি মহাসচিবের দায়িত্ব পালন করেন সদস্য ইয়াসিন সাকিব। প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে বিচারক কার্য পরিচালনা করেন দৃষ্টির সহ সভাপতি শহিদুল ইসলাম, আইনজীবী ও বিতার্কিক তাসনিয়া সুলতানা, ইউএসটিসির শিক্ষক জয়শ্রী দাশ, বিজিসি ট্রাস্ট্র ইউনিভার্সিটির শিক্ষক ইয়াসির সিল্মী ও নোবিপ্রবি ডিবেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তুর্য চৌধুরী। শেষে চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নানের সভাপিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ, ইপসার হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন ও দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। বক্তব্য দেন, সাংবাদিক মুজিবুল হক ও দৃষ্টির সদস্য জুনায়েদ আসাদ। প্রতিযোগিতায় বেস্ট ডেলিগেট নির্বাচিত হয়েছেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম ভুইয়া, আউটস্ট্যান্ডিং ডেলিগেট নির্বাচিত হয়েছেন চবি শিক্ষার্থী এ এম ইরফান খান, স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মো. আনিসুর রহমান ও চমেক শিক্ষার্থী সিদ্ধার্থ পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতপন চক্রবর্তী বাংলা ভাষার বিজ্ঞান-সাহিত্যে উজ্জ্বল সূর্য
পরবর্তী নিবন্ধধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না : চবি উপাচার্য